bangladesh baseball coach shoan mor
খেলা পাগল জাতি হিসেবে আমাদের সুনাম বিশ্বজুড়ে। অনেকে মজা করে বলে থাকেন, ' বাঙ্গালি ভাতের চেয়ে, খেলা বেশি খায়।' কথাটা অনেকটা সত্যিই। খেলাটা আমাদের রক্তের সাথে মিশে গেছে। বিশেষ করে ক্রিকেটটা। যখন দল জয় পায়, তখন পুরো জাতি হাসে একসাথে। আর দল হারলেও, সবাই দলের সাথে থেকেই সমর্থন যোগায়।
খেলা বলতে শুধু যে ক্রিকেটের জন্যই পাগল তা নয়। দেশের যেকোন খেলাই আমরা সমর্থন দেই।
এদেশের মানুষ কিন্তু এখন কেবল খেলাই দেখে না, পাশাপাশি খেলার খবরও রাখার চেষ্টা করে নিয়মিত। তবে বাংলাদেশে এখনও সেভাবে গড়ে ওঠেনি ক্রীড়া বিষয়ক মিডিয়া।
দেশের এই বিশাল ক্রীড়ামোদী পাঠকদের চাহিদা মেটাতে আমাদের এই ছোট প্রয়াস। যেখানে আপনি দেশ এবং বিদেশের সকল খেলার সংবাদ পেয়ে যাবেন মুহুর্তের ভেতরে, মাত্র এক ক্লিকেই।
শুধু সংবাদ পরিবেশনই নয়, পাশাপাশি দেশের সকল খেলার উন্নতিতে ভূমিকা রাখাবে ' ne sports '। পাশাপাশি বিশ্ব দরবারে বাংলাদেশের খেলা-ধূলাকে পরিচিত করে দেয়াটাও আমাদের উদ্দেশ্য।
আমাদের ফেইসবুক ওয়েবসাইট
Comments
Post a Comment